প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

তাইওয়ানে ৬.৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২২ ১৩:৫০:১২ | আপডেট: ২ years আগে
তাইওয়ানে ৬.৭ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানে ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার ভোরে তাইওয়ানের উপকূলে আঘাত হানা এ ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি। 

এর ফলে ঘুমিয়ে থাকা বাসিন্দারা দ্রুত ঘুম থেকে জেগে ওঠেন এবং বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। এ ঘটনায় ১ জন আহত হয়েছেন। এবং দ্বীপের পূর্বে একটি অর্ধ-নির্মিত সেতু ভেঙে পড়েছে।

নিয়মিত ভূমিকম্প আঘাত হানা তাইওয়ানে ভূমিকম্পের মাত্রা ৭.০ মাত্রার বেশি না হওয়ায় জারি করা হয়নি সুনামির সতর্কতা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬.৯ বলে অনুমান করেছিল।

এটি প্রাথমিক ১০ কিলোমিটার (ছয় মাইল) থেকে ২৪ কিলোমিটার গভীরে সংগঠিত হয়েছে। 

ভূমিকম্পটি তাইওয়ানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে। দ্বীপের মনোরম পর্যটন শহর হুয়ালিয়েনের কাছে আঘাত হানলেও দ্বীপের বেশিরভাগ অংশে অনুভূত হয়েছে এ কম্পন।